ঝাড়খন্ডের ভোটে মৃত্যু। রিগিং রুখতে গিয়ে নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। জখম কমপক্ষে ৩জন। গুমলা জেলার সিসোই বিধানসভার বাঘিনীগ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক ভোট দিতে এসেছিলেন বিলে খবর। সেই সময় ভোট লুঠের চেষ্টা হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পাথর ছুড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা অবশ্য ইভিএম মেশিন ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন ভোট লুঠ করতে আসা রাজনৈতিক দলের কর্মীরা পুলিশকর্মীদের অস্ত্র ছিনতাই করতে গেলে ঘটনা ঘটে।
