উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতাকে চোখের জলে বিদায় জানাল গোটা গ্রাম

উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে চোখের বিদায় জানাল গোটা গ্রাম। দগ্ধ অবস্থায় চল্লিশ ঘণ্টা লড়াইয়ের পর হার মানতে হয়েছে উন্নাওয়ের নির্যাতিতাকে। এ দিন গ্রামেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। প্রাথমিকভাবে নির্যাতিতার দেহের সৎকার করতে রাজি হয়নি তরুণীর পরিবার। এরপর ওই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন লখনউ-এর ডিভিশনাল কমিশনার মুকেশ মেশরাম। তরুণীর বাবা এবং অন্যান্যদের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক কথাবার্তা চালান তিনি। শেষ পর্যন্ত নির্যাতিতার দেহের সৎকার করতে রাজি হয় পরিবার। এ দিন নিজেদের জমিতেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে ওই জমিতে একটি সমাধিস্থল গড়ে তোলা হবে। এ দিন গোটা গ্রাম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

আরও পড়ুন-প্রেমের বিয়ে, এক মাসের সংসার, গ্রেফতার, অপহরণ-মুক্তিপণের মামলা!

 

Previous articleযোগীর টাকা-বাড়ি চাইনা, ন্যায়বিচার চাই : উন্নাও-মৃতার বাবা
Next articleবিজেপি’র উন্নাওয়ের পর বিজেপি’রই ত্রিপুরা, কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে মারল প্রেমিক