রাজপথে সুরের জাদু ছড়াচ্ছেন রফি-কণ্ঠী ট্রাফিক পুলিশ

জতীয় সড়ক থেকে রাজ্য সড়ক- আইন ভাঙলে ট্রাফিক পুলিশের জালে পড়েন চালকরা। সেই কারণে, ট্রাফিক পুলিশ দেখলে, তটস্থ হন বেশিরভাগ গাড়ির চালকই। তবে, হুগলির এই ট্রাফিক পুলিশকর্মীকে দেখলে মন ভালো হয়ে যায় সবার। কারণ, ডিউটির মধ্যেও সুরের জাদুতে মুগ্ধ করেন শিবাশিস শর্মা।

গানের প্রথাগত তালিম ছিল না। তবলার তালিম নিয়েছেন। সেই কারণে শিবাশিস তাঁর সঙ্গীতশিল্পী মায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। সেই গান শুনেই তাঁর শেখা। পুলিশের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে রফি সাহেবের গান গেয়ে মুগ্ধ করছেন এই পুলিশ কর্মী। এমনকী, ডিউটির ফাঁকেও গুণগুণ করে ওঠেন তিনি।
তবে, শুধু রফি সাহেবের গানই নয়, নিজে গান লেখেন ও সুর দেন শিবাশিস শর্মা। সহকর্মীরাই তাঁর গানের ইন্সপিরেশন বলে মন্তব্য ওই গায়ক-পুলিশ কর্মীর।

Previous articleজেএনইউ-র আন্দোলনে ফের উত্তপ্ত রাজধানী
Next article“জনগণ জেতাতেও পারে, জুতো পেটাও করতে পারে”: NRC-CAB বিরোধিতায় কানহাইয়া কুমার