• এনআরসি ফাঁদ, সিএবি আরও বড় ফাঁদ।

• ১২৬ বছর আগে স্বামীজি যা বলছেন হয় সেটা ঠিক, নয়তো অমিত শাহ যা বলছেন সেটা ঠিক।

• বিবেকানন্দ বেঁচে থাকলে লজ্জা পেতেন।

• নাগরিকত্ব সংশোধনী বিল বিভেদ তৈরি করবে।

• ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না।

• বাংলায় এনআরসি আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর দায় কে নেবে?

• ৩ হাজার কোটি টাকা খরচ করে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে, তাঁর নীতি আদর্শ মানা হচ্ছে না।
• কেন্দ্রীয় সরকারের নতুন ভারতের কথা বলে।

• আমাদের ভারত শান্তি সম্প্রীতির কথা বলে।

• আপনাদের ভারত হিংসায় বিশ্বাস করে।

• অ্যাম্বুল্যান্স ডেকে কি জিজ্ঞাসা করেন, চালক হিন্দু না মুসলিম? বাজার করতে গিয়ে জিজ্ঞাসা করেন, বিক্রেতা হিন্দু না মুসলিম? চিকিৎসকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তিনি হিন্দু না মুসলিম?
• ৬৫ শতাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
• বিরোধীদের নিজেদের কথা বলার অধিকার আছে।
• নোটবন্দি কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনীতিকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে।
• গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে।
• একজন মিলেনিয়রে নাম করুন নোটবন্দির জন্য যিনি অসুবিধায় পড়েছেন।
• দেশকে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, আজাদহিন্দ ফৌজ দিয়েছে বাংলা, আর সেই বাংলাকেই বঞ্চিত করা হচ্ছে।


