Sunday, August 24, 2025

“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

দেশের তুলনায় রাজ্যে জিডিপি গ্রোথ অনেক ভালো। কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশের মধ্যে অনেক এগিয়ে আছে বাংলা। দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ সহ একাধিক ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গে। “এখানে বিনিয়োগ করুন, শিল্প গড়ুন” দিঘার বাণিজ্যিক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধি ও শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর। বুধবার, দিঘায় শুরু হল ২দিনের বাণিজ্য সম্মেলন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলনে উপস্থিত অস্ট্রেলিয়া, জাপান, ভূটান, সহ ২০ টি দেশের প্রতিনিধিরা। রয়েছেন রাজ্য ও দেশের বিভিন্ন শিল্পপতি।

সম্মেলনের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় অনেক বড় কনভেনশন সেন্টার আছে। কিন্তু দিঘা অনেক উন্নতি করেছে। রেলপথ, সড়ক পথ ও জলপথের মাধ্যমে যোগাযোগ করা যায়। এখানে ব্রিজ তৈরি হচ্ছে। হবে পুরীর মতো জগন্নাথ মন্দির। তিনি জানান, দিঘায় ১৭৫ টা হোটেল আছে। তাজপুরে খুব তাড়াতাড়ি চালু হবে সমুদ্র বন্দর।

এরপরেই দেশের তুলনায় রাজ্যের বর্তমান পরিস্থিতি দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মমতা। তিনি জানান, দেশের ব্যবসার লাইফলাইন বাংলা। স্বস্তির সঙ্গে রাজ্যে ব্যবসা করাটাই অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন মমতা। বিনিয়োগের সুবিধার্থে জমি-নীতি তৈরি করা হয়েছে। পরিবহনের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে বাংলা। ইউরোপীয় দেশগুলির সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা হচ্ছে। দিঘায় স্থায়ী হেলপ্যাড তৈরি হয়েছে। মালদা, বালুরঘাটেও দ্রুত বিমান পরিষেবা চালু করা হবে। আগামী বছর ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version