আলো নেই, এসি বন্ধ, যাত্রীদের আতঙ্কে রেখে ছুটল মেট্রো!

আলো নেই, এসি বন্ধ। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন পর্যন্ত এভাবেই ছুটল কলকাতা মেট্রো। ভাড়া বৃদ্ধির এক সপ্তাহের পরেও মেট্রো রয়েছে সেই তিমিরেই। বৃহস্পতিবার সন্ধ্যায় কবি সুভাষগামী ট্রেন এসপ্ল্যানেড ছাড়ার পর কোনও কামরায় আলো জ্বলেনি, এসি চলেনি। সেই অবস্থাতেই চলতে থাকে মেট্রো। ভিড়ে ঠাসা তখন যাত্রীদের প্রাণান্তকর অবস্থা। আতঙ্ক ছড়ায়। ক্ষুব্ধ যাত্রীদের বক্তব্য, অতিরিক্ত ভাড়া দিতে আমরা প্রস্তুত কিন্তু পরিষেবা আরও ভালো হোক। বাস্তবে দেখা গেল মেট্রো রেলের পরিষেবা কার্যত সেই তিমিরেই রয়েছে। প্রায় মিনিট দশেক অন্ধকূপের মধ্যে থেকে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে কার্যত ঈশ্বরের নাম নিয়েছেন যাত্রীরা।

Previous articleঅনশন ধর্মঘট তুলে নিলেন পার্শ্বশিক্ষকরা
Next articleসংবিধান মেনেই এনআরসি, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-এর