মধ্যরাতে রাষ্ট্রপতির স্বাক্ষর, আইনে পরিণত হলো সিএবি

 

মধ্য রাতে সম্মতি দিলেন রাষ্ট্রপতি। করলেন স্বাক্ষর। তারপরেই আইনে পরিণত হল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধিত হলো। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীরা এ দেশের নাগরিকত্ব পাবেন। মূলত এই বিলে কেন মুসলিমদের নাম থাকবে না এই নিয়ে বিতর্ক বেধেছে। আর সেই নিয়েই গোটা উত্তর-পূর্ব ভারত কার্যত উত্তাল। ইতিমধ্যে ৫জনের মৃত্যু হয়েছে, সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। শুধু গুয়াহাটিতে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ৭জনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। অবস্থা এমন হয়েছে যে সেনা নামাতে হয়েছে। একই অবস্থা ত্রিপুরাতেও। নেমেছে সেনা, চলছে বনধ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের গুয়াহাটিতে আসার কথা ছিল। থাকতেন মোদিও। কিন্তু সেই সভা করা এখন দূরঅস্ত। সমস্ত ব্যানার-পোস্টার ভেঙে ফেলা হয়েছে। স্টেশনে প্রতিবাদ নেমে এসেছে। ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Previous articleতিন সেনানীর শহিদ হওয়ার দিনে সিএবি প্রতিবাদে বামেরা
Next articleক্রিকেট আর টেনিস কোর্টের যুগলবন্দি, চার হাত এক