নাগরিকত্ব বিল নিয়ে দেশ জুড়ে ১৯ ডিসেম্বর প্রতিবাদে নামছে পাঁচটি বাম দল। কেন ১৯ডিসেম্বর? বামেরা জানিয়েছে, ১৯২৭ সালের এই দিনেই স্বাধীনতাযোদ্ধা রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান ও রোশন সিংয়ের ফাঁসি হয়েছিল ব্রিটিশ জমানায়। ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এই তিন স্বাধীনতাযোদ্ধাকে সামনে রেখেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নামছে বামেরা। বামেদের অভিযোগ, এই বিল সংবিধানের স্বীকৃত সমানাধিকারকে লঙ্ঘন করেছে এবং ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করেছে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এবং সিপিআই (এম এল) লিবারেশন এই প্রতিবাদে পথে নামছে। বৃহস্পতিবার দুটি বৈঠক হয়। প্রথম বৈঠকে বামফ্রন্টের এবং পরে ১৭টি বামদলের। সেখানেই ঠিক হয়েছে সেদিন শহরে কেন্দ্রীয় মিছিল হবে। ধর্মতলার কেন্দ্রীয় সমাবেশে সিএবি বিল পোড়ানো হবে।