নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলেন উর্দু সাংবাদিক ও লেখিকা শিল্পী শিরিন দলভি। তাঁর বক্তব্য, এই বিল বিভেদকামী এবং বৈষম্য সৃষ্টিকারী। ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ করেছে এই বিল। নিজের সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের জন্য আমার লড়াই চলবে। আর প্রতিবাদস্বরূপ সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছি। উল্লেখ্য, ২০১১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শিরিন। শিরিন লিখেছেন আমি দুঃখিত। কেন্দ্র সরকার এই বিল পাশ করায় আমি স্তম্ভিত। এই বিল অমানবিক। দেশের সংবিধান আর আমাদের গঙ্গা-যমুনা সংস্কৃতিকে রক্ষার জন্য সকলকে জোটবদ্ধ হয়ে লড়তে হবে।