দেশে নতুন নাগরিকত্ব আইন চালু

 

বিতর্ক থাকলেও প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় কার্যত মসৃণভাবেই পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019। এবার তা পরিণত হল আইনে। বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর প্রকাশিত হয় সরকারি বিজ্ঞপ্তি। রাষ্ট্রপতির সইয়ের পর নাগরিকত্ব বিল এখন থেকে আইন হয়ে গেল। যে আইনের মূল কথা: 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান ভারতে এসেছেন তাঁদের নথিপত্র না থাকলেও ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

 

Previous article“সমস্যা হলেই গেট আউট বলা চলবে না”, CAB নিয়ে ফের সরব মমতা, 20 তারিখ দলের বৈঠক
Next articleপাসপোর্টে ‘পদ্ম’ নিয়ে বিতর্ক