বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি রোধে কাড়া বিল কেন্দ্রের

বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি এবার আরও কড়া করলো নরেন্দ্র মোদি সরকার। বাবা-মার দেখাশোনা না করলে এবার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুধবার এই সংক্রান্ত সংশোধনী বিলটি পেশ করা হয়েছে । লোকসভায় ওই বিল পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী থেবরচন্দ গেহলট।
সামাজিক ন্যায় বিচার মন্ত্রক ২০০৭-এ পাশ হওয়া মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস আইনটিতে সংশোধনী আনা হল। এখন দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এতদিন পর্যন্ত বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য আইনত দায়বদ্ধ থাকত তার নিজের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি। এবার দত্তক নেওয়া এবং সত্‍ ছেলে-মেয়েদেরও এই আওতায় আনা হয়েছে । নাতি-নাতনি, বৌমা, জামাইয়ের কথাও বলা হয়েছে।
বৃদ্ধ বাবা-মার অভিযোগের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল তৈরি করা হবে। যেখানে ৮০ বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য় ৬০ দিন বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে  তাঁদের অভিযোগের নিষ্পত্তি করা হবে। এর থেক কম বয়সিদের জন্য ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।

Previous article“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা
Next articleএনআরসি ও সিএবি-র বিরোধিতায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক মমতার