দেশী এমপিদের বিদেশ জয়

ব্রিটেনের ভোটে এবার ভারতীয়দের জয়জয়কার। ভোটের ফল বলছে, এবার ৬৫জন অশ্বেতাঙ্গ হাউস অফ কমন্সে নির্বাচিত হয়ে এসেছেন। অর্থাৎ ৬৫৯আসনের ১০% অশ্বেতাঙ্গ, যা ব্রিটেনে নয়া ইতিহাস। নির্বাচিতদের মধ্যে আবার ১৫জন ভারতীয়। কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, দুই দলের তরফেই সাতজন করে এমপি নির্বাচিত হয়েছেন। অন্য আর একজন এমপি নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাট দলের টিকিটে। শুধু তাই নয় এই ভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী জিতেছেন। আকর্ষণের বিষয় হল, ব্রিটিশ পার্লামেন্টে এই প্রথম পাঞ্জাবি মহিলার পদার্পণ। তিনি প্রীত কউর গিল। পাগড়ি পরিহিত শিখ তনমনজিত সিং এই প্রথম পার্লামেন্টে ঢুকে রেকর্ড করেছেন।

ব্রিটিশ নির্বাচনে যারা জিতে এসেছেন গগন মহীন্দ্র, ক্লিয়ার কুটিনহো, প্রীতি প্যাটেল, অলোক শর্মা, শৈলেশ ভারা, সুয়েল ব্রেভারম্যান, ঋষি সুনাক, নবেন্দ্র মিশ্র, নাদিয়া হুইটোম, ভিজেন্দ্র শর্মা, তানমানজিত সিং দেশি, সীমা মালহোত্রা, প্রীতি কৌর গিল, লিসা নন্দী ও ভ্যালেরি ভাজ।

আরও পড়ুন-“নো এনআরসি, নো সিএএ”, হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা

 

Previous article“নো এনআরসি, নো সিএএ”, হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা
Next articleকোনা এক্সপ্রেসওয়েতে জ্বলল একের পর এক বাস, নাকাল যাত্রীরা