দেশের ৮ রাজ্যের হিন্দুদের ‘সংখ্যালঘু’ ঘোষণার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

“ধর্মের কোনও সীমানা নেই”, এই মন্তব্য করে দেশের ৮ রাজ্যের হিন্দুদের জন্য সংখ্যালঘুদের সুবিধা চাওয়ার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ ধরনের মামলায় কোনও নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। এ সব সরকারের কাজ৷

আদালত মামলার আবেদনকারী অশ্বিনী কুমার উপাধ্যায়কে জানায়, কোনও সম্প্রদায়কে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হবে কি হবে না সেটা ঠিক করা সরকারের কাজ, আদালতের নয়।” প্রধান বিচারপতি এসএ বোবদে’র নির্দেশে বলা হয়েছে, “এলাকা ভিত্তিতে ভাষা ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু ধর্মের কোনও নির্দিষ্ট সীমানা থাকতে পারে না। এ ক্ষেত্রে প্যান-ইন্ডিয়ার পদ্ধতিই অবলম্বন করতে হবে। লাক্ষাদ্বীপে মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দু আইন অনুসরণ করেন”৷ আদালত আরও বলেছে, “আমরা আবেদনকারীর সঙ্গে একমত নই। আমরা এ বিষয়ে কোনও নির্দেশিকা জারি করতে করতে পারি না৷ আদালত কাউকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করে না৷ এটা সরকারের কাজ”।

এই আবেদনে মূলত কেন্দ্রের ২৬ বছর পুরনো এক বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়৷ ওই বিজ্ঞপ্তিতে বলা আছে, পার্শি, জৈন, খ্রিস্টান, শিখ এবং বৌদ্ধ, এই পাঁচ ধর্মাবলম্বী সম্প্রদায় সংখ্যালঘু তালিকাভুক্ত৷

আরও পড়ুন-পারভেজ মুশারফকে প্রাণদণ্ডের নির্দেশ পাকিস্তানের বিশেষ আদালতের

 

Previous articleপারভেজ মুশারফকে প্রাণদণ্ডের নির্দেশ পাকিস্তানের বিশেষ আদালতের
Next articleশপথবাক্য পাঠ, শঙ্খধ্বনি দিয়ে শুরু দক্ষিণের মিছিল