প্রতিবাদের ভাষা হোক গান গাওয়া-ছবি আঁকা: মমতা

“আমরা হিংসা চাই না। শান্তি চাই। তাই শান্তি মিছিল করছি।
গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে, আগুন লাগিয়ে, দাঙ্গা লাগিয়ে হয় না। বিজেপি সেটাই চাইছে। সকলকে মনে রাখতে হবে, ১০ জন লোক ১০ হাজার বুলেটের থেকে বেশি।” এদিন NRC-CAA বিরোধী মিছিল শেষে রাজ্যবাসীকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ধর্মতলায় মমতা বলেন, “রাস্তা আটকে লাভ নেই। গান গাও, লেখো, ছবি আঁক। বাংলা দাঙ্গা করে না। বাংলার প্রতিবাদের পথ দাঙ্গা হতে পারে না। বাংলার প্রতিবাদের সংস্কৃতি হিংসার কথা বলে না। তাই সবাইকে বলছি, বিজেপি দাঙ্গা চায়। ওই ফাঁদে আমরা পা দেব না।”

Previous articleএখন আধার কার্ডেও আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর! অমিত শাহকে আগুন নিয়ে খেলতে মানা মমতার
Next articleমালদহে গ্রেফতার দুই সাংসদ, কিন্তু কেন?