মমতার মিছিলে একঝাঁক দিকপাল ফুটবলার

হাওড়া ফুটবলের শহর। আর এদিন সেই হাওড়া থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের NRC-CAA বিরোধী মিছিলে। পা মেলাতে দেখা গেল অতীতের একঝাঁক দিকপাল ফুটবলারকে। যাঁদের মধ্যে অনেকেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি।

এদিন মমতার সঙ্গে মিছিলে হাঁটলেন হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, কম্পটন দত্ত, প্রশান্ত ব্যানার্জী, রহিম নবি। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক লক্ষীরতন শুক্লা।

আরও পড়ুন-হাওড়া থেকে ধর্মতলা: সিএএ-বিরোধী মিছিলে তৃতীয়দিনে পথে তৃণমূল নেত্রী