নবীন বরণ নয়, কলেজে এনআরসি-সিএএ বিরোধী সেমিনারের নির্দেশ পার্থর

শুধুমাত্র নবীন বরণ করে নয়, কলেজে কলেজে NRC-CAA বিরোধী সেমিনারের নির্দেশ দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রানি রাসমণি রোডে NRC-CAA বিরোধী মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যকে এদিন এমনটাই নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিব এদিন বলেন, “ছাত্র-যুবদের এগিয়ে আসতে হবে, যাঁরা আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতিকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে পথে নামতে হবে। যারা ধর্মভিত্তিক বিভাজন করছে, সংখ্যা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এবং সেই দায়িত্ব ছাত্র-যুবদেরই কাঁধে তুলে নিতে হবে।”

আরও পড়ুন-দেশজোড়া প্রতিবাদের তীব্রতা বাড়ছে, জারি ১৪৪ ধারা, আটক বহু

 

Previous articleদেশজোড়া প্রতিবাদের তীব্রতা বাড়ছে, জারি ১৪৪ ধারা, আটক বহু
Next articleএবার রাষ্ট্রপুঞ্জের অধীনে গণভোট চাইলেন মমতা! হারলে ইস্তফা দিক বিজেপি সরকার