Sunday, November 16, 2025

গঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি, নতুন সাজে কপিলমুনির মন্দির

Date:

আর কয়েক দিনের মধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামবে গঙ্গাসাগরে৷ আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হবে পবিত্র গঙ্গাস্নান, চলবে ১৬ তারিখ পর্যন্ত। গোটা দেশ থেকে আসা পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরের পরিকাঠামো তৈরি প্রায় শেষের মুখে৷ কপিলমুনির মন্দির প্রাঙ্গণ নতুন করে সাজানো হচ্ছে। এবছর মেলায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হচ্ছে। ২৪ঘন্টা দুটি অ্যাম্বুল্যান্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত থাকবেন মেলার দিনগুলিতে। ওদিকে, সাগরতটে তৈরি হচ্ছে অস্থায়ী ছাউনি। তৈরি হচ্ছে স্থায়ী শৌচালয়, এগুলি সারা বছরই চালু থাকবে পুণ্যার্থীদের জন্য৷

প্রশাসনের বক্তব্য,গত বছরের তুলনায় এবার যাত্রী নিবাসের সংখ্যা বাড়ানো হচ্ছে৷ এবার মেলা এলাকায় বেশ কিছু নতুন কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে। এর ফলে পুণ্যার্থীদের সুবিধা হবে। জেলাশাসক পি উলগানাথন নিজেই গোটা বিষয়টিতে নজরদারি রাখছেন৷ তিনি বেশ কয়েকবার ঘুরেও এসেছেন গঙ্গাসাগর, সরেজমিনে খতিয়ে দেখেছেন প্রস্তুতির কাজ।

জেলাশাসক বলেছেন, “এবারের মেলায় প্রত্যেক পুণ্যার্থীর আসা যাওয়া মসৃণ করাই আমাদের লক্ষ্য। এবারে পুণ্যার্থীর ভিড় রেকর্ড মাত্রা ছাড়াবে।” জেলা প্রশাসন নদীপথে বিশেষ নজর দিয়েছে। চলছে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের কাজ। মুড়িগঙ্গার নাব্যতা কমে যাওয়ায় গত বেশ কয়েক বছর ধরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের৷ গত বছর সেচ দপ্তর দীর্ঘমেয়াদি ড্রেজিংয়ের ব্যবস্থা করেছে৷ এবার দিনের বেশিরভাগ সময় ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা প্রশাসনের। মেলার জন্য এবার নতুন ‘অ্যাপস’ চালু করছে জেলা প্রশাসন৷ এই অ্যাপসের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো যাবে। বেশি ভিড় হলে সতর্ক করবে এই অ্যাপস।
ওদিকে,নতুন করে সেজে উঠেছে কপিলমুনির মন্দির৷ মন্দির-সংলগ্ন নাটমন্দিরের দেওয়াল সাজিয়ে তোলা হচ্ছে। রঙিন আলো ও ফোয়ারা থাকছে এবার৷

আরও পড়ুন-ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মানলো মেট্রো রেল

 

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version