পাল্টা জবাব মমতার : মানুষই বিচার করবে কে ঠিক, কে ভুল

রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী স্পষ্ট ও দ্বর্থহীন ভাষায় জবাব দিলেন। যে ভাষা রীতিমতো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানোর ভাষা। যার মধ্যেই রয়েছে উত্তর… আমি-আপনি কে? জবাব দেবেন তো জনতা জনার্দন।

মুখ্যমন্ত্রীর ট্যুইট করে বলেছেন, আমি যা বলেছি তা জনতার দরবারে রয়েছে আর আপনি যা বলেছেন, সেটাও তাই। তবু /ভারতজুড়ে আমাদের বিরোধিতা চলছে, চলবে। এনআরসি-সিএএ নিয়ে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরস্পর বিরোধী। এনআরসির নামে কারা ভারতের মৌলিক ভাবনাকে দ্বিখণ্ডিত করছে তা মানুষ দেখছেন, শুনছেন। তাঁরাই বিচার করবেন কে ঠিক, কে ভুল!

বাতিল হোক এনআরসি, বাতিল হোক সিএএ।

আরও পড়ুন-মোদি ভার্সেস দিদি, রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

 

Previous articleফের মানুষের সেবায় নতুন উদ্যোগ উদয় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির
Next article৪০ ফুট লম্বা তেরঙা পতাকা নিয়ে বিজেপির মিছিল হলদিরামে আটকাল পুলিশ