বিজেপিকে অস্বস্তিতে ফেলে পাহাড়ে পদত্যাগ শান্তা কিশোরের

এনআরসি-সিএএ-র জের। বিজেপিতে ধাক্কা। এবার ধাক্কা এলো পাহাড় থেকে। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিজেপি থেকে পদত্যাগ করলেন দার্জিলিংয়ের জেলা সভাপতি শান্তা কিশোর গুরুঙ্গ। পদত্যাগ করে বললেন, যেভাবে বিলে গোর্খাদের অধিকার ভূলুন্ঠিত হয়েছে, তারপর বিজেপিতে একদিনের জন্যেও থাকা উচিত নয়। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে শান্তা দলেই ছিল না। তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও শান্তার দাবি, কেউ আমায় বিজেপি থেকে বহিস্কার করেনি। মিথ্যা অভিযোগ। দলের একটি গোষ্ঠী সব সময়েই আমার বিরুদ্ধে সক্রিয়। কেউ কেউ নিজেকে স্বঘোষিত সভাপতি বলে দাবি করতো। এর আগে একইভাবে দিনাজপুরের বিজেপি নেতা দল ছেড়েছিলেন। এবার শান্তা কিশোর। প্রসঙ্গত অসমে এনআরসি তালিকা প্রকাশের পরে দেখা যায় তালিকায় প্রায় এক লক্ষ গোর্খা বাদ পড়েছেন। তারপর থেকেই গোর্খাদের মধ্যে চাপা ক্ষোভ বাড়তে থাকে। এই সপ্তাহে বিমল গুরুঙ্গপন্থীরা পাহাড়ে বিরাট মিছিলও করে। তারপরেই শান্তা কিশোরের এই পদত্যাগ নিশ্চিতভাবে পাহাড়ে বিজেপিকে প্রশ্নের মুখে ফেলে দিল।

Previous articleবিমানবন্দরেই আটকে দেওয়া হচ্ছে তৃণমূল প্রতিনিধি দলকে
Next articleব্যাঙ্ক-কেওয়াইসিতে ধর্ম জানাতে হবে না, গুজব উড়িয়ে জানাল কেন্দ্র