দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ!

বড়দিনের আনন্দ, উৎসবের পরিকল্পনা, পিকনিকের সময়সূচি ভেস্তে যাওয়ার আশঙ্কা। কারণ, ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনে জাঁকিয়ে শীত পড়ায় রাজ্যবাসী বছর শেষের ছুটির কদিন নানা পরিকল্পনা ছকে ফেলেছেন। কিন্তু বাধ সাধছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উচ্চচাপ বলয় ও উত্তর পশ্চিম বাতাসের যুগ্ম ফলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গ জুড়েই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleএই movement কেউ থামাতে পারবে না
Next articleবিমানের সিটে বসা নিয়েও বচসা! নাম জড়াল সাংসদ প্রজ্ঞার