যাদবপুরের পরে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও টানাপোড়েনের আশঙ্কা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের উপস্থিতি এবং তাঁকে ঘিরে বিক্ষোভ, এর জেরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভের মুখে গাড়ি থেকে নামতে না পেরে ফিরে যান আচার্য। উপাচার্যের পৌরহিত্যে হয় সমাবর্তন। যাদবপুরের এই টানাপোড়েনেরই কি পুনরাবৃত্তি হতে চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে? শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে আগামী বছরের ২৮ জানুয়ারি সমাবর্তন। সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হলে তিনি সব জায়গাতেই গিয়েছেন। এমনকী, অনুষ্ঠান বাতিল বা স্থগিত হলেও নির্ধারিত দিনে তিনি পৌঁছে গিয়েছেন সেই স্থানে। এক্ষেত্রেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আচার্য হিসেবে উপস্থিত থাকতে চাইবেন বলে বলেও মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানেও কোনও বিরূপ পরিস্থিতি তৈরি হয় কি না, তা নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে।

আরও পড়ুন-মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসার আবেদন খারিজ করলো বাংলাদেশ! কিন্তু কেন?

 

Previous articleচিৎপুর ক্যানেল সার্কুলার ব্রিজ বৃহস্পতিবার থেকে 5 দিন বন্ধ থাকবে
Next articleকমানো হলো সচিনের নিরাপত্তা,বাড়লো আদিত্য ঠাকরের বলয়