বড়দিনে রাস্তায় নজরদারিতে  ‘Warriors’

এবার কলকাতা পুলিশের বাহিনীতে নয়া সংযোজন কমব্যাট-প্রশিক্ষিত মহিলাদের বিশেষ টিম ‘ ওয়ারিয়র্স’। মঙ্গলবার থেকে কলকাতার সমস্ত জায়গায় নেমে পড়েছে ‘ওয়ারিয়র্স’-রা। বড়দিনের দিন চলবে তাঁদের বিশেষভাবে নজরদারি। গতকাল থেকেই তাঁরা বিশেষ সুরক্ষা দিচ্ছে শহরবাসীকে।

২০০ জন মহিলা কনস্টেবলের মধ্য থেকে ৩০ জনকে এই বাহিনীর জন্য বাছাই করে ২ মাসের কঠোর প্রশিক্ষণের চলছে। বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালনা, ‘আনআর্মড কমব্যাট’। এবং আরও অনেক রকমের ‘এন্ডিউর‍্যান্স ট্রেনিং’-এ প্রশিক্ষিত করা হয়েছে, এবং কমব্যাট-বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ ইউনিফর্ম। শহরের বিভিন্ন মোড়ে ২৪x৭ মোতায়েন থাকা ‘ কুইক রেসপন্স টিম’ (QRT) –এর শরিক হবে এই সশস্ত্র মহিলা বাহিনী ‘ওয়ারিয়র্স’। এই সশস্ত্র মহিলা বাহিনীর যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। গতকাল ‘ওয়ারিয়র্স’ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন নগরপাল অনুজ শর্মা।

Previous articleবিশ্ববিদ্যালয়ের ৩ শিরোপায় সম্মানিত‘রসগোল্লা’-র উজান
Next articleউৎসবের দিনে আসুন শুনি প্রেমের গান