বিজেপিকে পর্যুদস্ত করে ছত্তিশগড় পুরভোটে জয়জয়কার কংগ্রেসের

গত দুই দশকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। রাজ্যে সবকটি পুরনিগমের ক্ষমতায় বসছে একটি মাত্র রাজনৈতিক দল। ছত্তিশগড়ের ১০টি পুরনিগমের নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে ক্ষমতা দখল করল কংগ্রেস। ফলে গত বছর বিধানসভা নির্বাচনে যে অঘটন নয়, সেটাও ফের একবার প্রমাণিত হলো। কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপর ছত্তিশগড়বাসীর যে আস্থা অটুট, সেটা এবার পুরনিগমের ভোটই জানান দিল।

এদিকে, রাজ্যের ৩৮টি নগরপালিকার মধ্যে কংগ্রেস জিতেছে ১৮টি। এবং বিজেপি পেয়েছে ১৭টি। আবার ১০৩টি নগর পঞ্চায়েত-এর মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে কংগ্রেস। ৪০টি পেয়েছে বিজেপি।

Previous articleএবার কলকাতা পুরসভার আর্কাইভে নোবেল জয়ী বাঙালির ছবি
Next articleমালালাই দশকের জনপ্রিয় তরুণী, বলল রাষ্ট্রসংঘ