রাজ্যে একের পর নির্বাচনে ভরাডুবির জন্য এবার রাজস্থানের নতুন বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হলো। নতুন রাজ্য সভাপতি হলেন সতীশ পুনিয়া। তিনি বিজেপির একজন বিধায়ক।

উল্লেখ্য, রাজস্থানে সরকার পড়ে যাওয়ার প্রায় এক বছর পর রাজ্য নেতৃত্বে বদল আনল বিজেপি। গত বছর বিধানসভায় হারের পর রাজস্থানের একাধিক পুরসভায় হেরেছে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের।
সূত্রের খবর, এবার নাকি মধ্যপ্রদেশ, হরিয়ানা ও ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যেও নেতৃত্বে বদল আনতে চলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
