‘দাদাসাহেব ফালকে’ নিলেন অমিতাভ

ভারতীয় সিনেমার কিংবদন্তী অমিতাভ বচ্চনের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হল। রবিবার রাষ্ট্রপতিভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অমিতাভের হাতে পুরস্কার তুলে দেন। দর্শকাসনে বসে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, স্ত্রী সাংসদ জয়া বচ্চন, পুত্র অভিষেক এবং কন্যা শ্বেতা। প্রায় অর্ধ শতাব্দীব্যাপী অভিনয় জীবনের স্বীকৃতি এই পুরস্কার। বড় পর্দা থেকে ছোট পর্দা, বিজ্ঞাপন থেকে সামাজিক কাজের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর, অমিতাভ নিজেই একটি মিথ। চারটি রাষ্ট্রীয় পুরস্কার, ১৫টি ফিল্ম ফেয়ার পুসস্কার ছাড়াও ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিঅন অফ অনার’ অভিনেতার দখলে।

‘পুরস্কার হাতে নিয়ে ৭৮-রের অমিতাভ বললেন, এই সম্মানে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। মানুষের আশীর্বাদে আজ আমি এই জায়গায়।

Previous articleরাজ্যপালের ট্যুইট পর্ব যে আসলে রাজনীতি, মেনে নিলেন দিলীপ
Next articleCAA বিরোধী বিক্ষোভের জেরে অসম সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির