পৌষমেলায় ‘শ্লীলতাহানি’র অভিযোগ, কাঠগড়ায় উপাচার্য!

এবছর পৌষমেলা ঘিরে বিতর্ক থামছেই না। জোর করে মেলা বন্ধ করে দেওয়া, প্রাক্তন সেনা জওয়ানদের দিয়ে মাঠের জিনিসপত্র সরানো, উপাচার্যকে গো ব্যাক স্লোগান, পুলিশের লাঠিচার্জের পরে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল পৌষমেলায়। অভিযোগের তির খোদ বিশ্বভারতীর উপাচার্যের দিকে।

এক মহিলার অভিযোগ, তিনি যখন পৌষমেলা থেকে জিনিস কিনে বেরিয়ে আসছিলেন, সেই সময় জনা দশ-বারো লোক তাঁর হাত ধরে টানাটানি করেন। প্রতিবাদ করলে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং গোপনাঙ্গে হাত দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, ওই দলে ছিলেন বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও। এবিষয়ে শান্তিনিকেন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন-এনআরসির আবেদনপত্রই পূরণ করবেন না তিনি, কে জানেন?