Saturday, November 15, 2025

সদগুরুকে সিএএ-র প্রচারে নামিয়ে মুখ পোড়ালেন প্রধানমন্ত্রী

Date:

নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী সদগুরুর শরণাপন্ন। কিন্তু সেই সদগুরু নরেন্দ্র মোদিকে পথে বসিয়ে বলে দিলেন, ‘আমি নয়া নাগরিকত্ব আইন পুরোটা পড়িনি।’

বিজেপি নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজে ট্যুইটারে সিএএ নিয়ে প্রচারে নেমেছেন। কিন্তু সেটাও তাঁর যথেষ্ট মনে হয়নি। তাই তারমধ্যে ধর্মের ছোঁওয়া লাগাতে সদগুরু জগগি বাসুদেবের একটি ভিডিও ট্যুইট করেন। সঙ্গে লেখেন, সদগুরু সিএএ বিষয়টি জলের মতো ব্যাখ্যা করেছেন। আপনারা শুনুন। ভিডিওয় দেখা যাচ্ছে সদগুরু প্রায় মিনিট কুড়ি সিএএ কতো ভাল তা বলতে থাকেন। যদিও প্রথমেই তিনি বলেন, আমি কিন্তু পুরো আইন পড়িনি! এ নিয়ে যা লেখালেখি হচ্ছে তা পড়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি পড়ুয়াদের এক হাত নিয়ে তাদের খনি শ্রমিকের মতো আচরণ করে পাথর ছুড়ছে। প্রতিক্রিয়া এতোটা হবে জানলে সরকার আরও পুলিশ নামাত!

আর এ নিয়ে বিরোধীরা সুযোগ পেয়েছে মোদিকে আক্রমণ করার। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, পড়ুয়ারা শিক্ষিত, পড়েছে, তাই বিরোধিতা করছে। সীতারাম ইয়েচুরি বলেন, ধর্মীয় গুরুকে নামিয়ে আসলে মোদি ফাঁপড়ে পড়েছেন বুঝিয়ে দিলেন। নোটবন্দি নিয়ে বিরোধী আওয়াজ রুখতে বলিউডকে নামিয়েছিলেন। এবার তারাও নামতে নারাজ। এবার যে ধর্মীয় গুরুকে নামালেন, তিনি নিজেই বলছেন আইনটি পড়িনি। তবু সমালোচনা করছেন! আসলে সব স্ক্রিপ্টেড। আর সেখানে ভুল হয়ে গিয়ে মুখ পুড়েছে প্রধানমন্ত্রীর। ডিএমকে নেতা স্ট্যালিও একই সুরে কথা বলেছেন। মোদির সদগুরুর স্ক্রিপ্ট টোট্যালি ফ্লপ, বলছেন শরদ পাওয়ারও।

আরও পড়ুন-‘গেরুয়া’ মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা গান্ধীকে শাস্তি দেওয়ার হুমকি যোগী আদিত্যনাথের

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version