মালিয়ার সম্পত্তি বিক্রি করা যাবে, জানিয়ে দিল আদালত

ব্যাঙ্ক তথা জনগণের মেরে দেওয়া বিজয় মালিয়ার টাকা উদ্ধারে পথ দেখালো আদালত। বিজয় মালিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলাম করে টাকা উদ্ধার করতে পারবে ব্যাঙ্কগুলি। মুম্বইয়ের বিশেষ আদালত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট কোর্ট এই রায় দিয়েছে। সম্পত্তি নিলাম করে 11 হাজার কোটি টাকার বেশি উঠে আসবে বলে ব্যাঙ্কগুলির ধারণা। তবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এর মধ্যে বম্বে হাইকোর্টে সব পক্ষই আবেদন করতে পারবে। পাশাপাশি ইডিও জানিয়ে দিয়েছে, বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি নিলাম করা যদি, তাহলে তাদের কোনও আপত্তি থাকবে না।

Previous articleপ্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাদ বাংলার ট্যাবলো?
Next articleবর্ষশেষের দিনে বীভৎস দৃশ্য, মায়ের মাথায় হাতুড়ি অধ্যাপিকা মেয়ের!