প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাদ বাংলার ট্যাবলো?

প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার হয়তো দেখা যাবে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। সূত্রের খবর, রাজ্য সরকার ‘কন্যাশ্রী’, ‘সবুজশ্রী’ এবং ‘জল ধরো জল ভরো’ এই তিনটি বিষয়ে ট্যাবলোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের বাছাই কমিটি তা খারিজ করে দিয়েছে। সিএএ এবং এনআরসি নিয়ে মোদি সরকারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশগ্রহণের বিষয় নিয়ে বরাবর নিজেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাব নিয়ে বাছাই কমিটির সঙ্গে বিতর্ক হলেও অনেক ক্ষেত্রেই মমতার প্রস্তাব মেনে নিয়েছে তারা। তবে এর আগেও ‘কন্যাশ্রী’ ট্যাবলো করার প্রস্তাব নাকচ করেছে বাছাই কমিটি। পুরুলিয়ার ছৌ নাচির ট্যাবলো প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে। কিন্তু এবার যে তিনটি বিষয় নিয়ে ট্যাবলো করার প্রস্তাব পাঠানো হয়েছিল, তা মনে ধরেনি বাছাই কমিটির। প্রথম বৈঠক ডাকা হলেও ট্যাবলো নিয়ে চূড়ান্ত বৈঠকগুলিতে রাজ্যকে ডাকা হয়নি। চূড়ান্ত বৈঠকে ডাকা না হলে ধরে নেওয়া হয় যে ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্থান পাচ্ছে না। বাংলার পাশাপাশি কেরালা, ত্রিপুরা, তামিলনাড়ু, বিহার, ঝাড়খণ্ডও বাদ পড়েছে। সরকারি সূত্র খবর, 13টি রাজ্য স্থান পাচ্ছে অনুষ্ঠানে। কোন রাজ্যের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাছাই কমিটি। কিন্তু বিষয় নয় ম, এবার কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিবেশের জন্য রাজনৈতিক কারণেই বাংলা বাদ পড়ছে বলে বলে মনে করছেন অনেকে।

Previous articleবর্ষবরণের রাতে ধর্মতলার মোড়ে মহিলাকে কটূক্তি, পলাতক অভিযুক্তরা
Next articleমালিয়ার সম্পত্তি বিক্রি করা যাবে, জানিয়ে দিল আদালত