Monday, May 5, 2025

ফেলে আসা বছর ২০১৯ সালে ভারতে ১১০টি বাঘ এবং ৪৯১টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চোরা শিকারিদের হাতেই বাঘেদের এই মৃত্যুর ঘটনা বেশি। আজ বৃহস্পতিবার ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর মৃত্যু হওয়া ১১০টি বাঘের মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে চোরা শিকারিদের হাতে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩৪। ওই বছর ১০৪টি বাঘ মারা গিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে ৫০০টি চিতাবাঘ মারা যায়। বিদায়ী বছরে এ সংখ্যা কমে হয়েছে ৪৯১টি। তবে চিতাবাঘের মৃত্যুও বেশি ঘটেছে সেই চোরা শিকারিদের হাতেই। এ ছাড়া রেল ও সড়ক দুর্ঘটনাতেও বহু চিতাবাঘ মারা গেছে বলে এই প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে বেশি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গে মারা গেছে ২৯টি।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অব ইন্ডিয়ার এক হিসাবে বলা হয়েছে, ২০০৬ সালে ভারতে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ২০১০ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৭০৬। এরপর ২০১৪ সালে সেই সংখ্যা আরও বেড়ে হয় ২ হাজার ২২৬। আর গত বছর অর্থাৎ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৬৭টি।

আরও পড়ুন-দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version