Sunday, May 4, 2025

২০২০: বলিউডে কী কী সিনেমা আসছে, তালিকা দেখুন

Date:

Share post:

১০/১: তানাজি। অজয় দেবগণ, কাজল।

১০/১: ছপাক। দীপিকা, বিক্রান্ত।
২৪/১: স্ট্রিট ডান্সার থ্রিডি।বরুণ, শ্রদ্ধা, প্রভু, নোরা।
২৪/১: পাঙ্গা। কঙ্গনা, রিচা।
৭/২: মালাং। অনিল কাপুর, আদিত্য, দিশা, কুণাল।
১৪/২: ইমতিয়াজের ছবি- নাম পরে ঠিক হবে। কার্তিক, সারা, রণদীপ।
২১/২: ভূত পার্ট ওয়ান। দি হন্টেড শিপ। ভিকি ভূমি। আশুতোষ।
২১/২: শুভ মঙ্গল জাদা সাবধান।আয়ুষ্মান, গজরাজ।
২৮/২: থাপ্পড়। তাপসী, পাভেল।
২০/৩: আংরেজি মিডিয়াম। ইরফান। করিনা।
২৭/৩: সূর্যবংশী। অক্ষয়, ক্যাটরিনা।
১০/৪: ৮৪. রণবীর, দীপিকা।
১৭/৪: রুহি আফজা। রাজকুমার, জাহ্নবী।
১৭/৪: গুলাবো সিতাবো। অমিতাভ, আয়ুষ্মান।
২৪/৪: চেহরে। অমিতাভ বচ্চন, ইমরান, ধৃতিমান।
২৪/৪: লুডো। অভিষেক, ফতিমা।
৮/৫: শকুন্তলা দেবী। বিদ্যা বালন, যিশু সেনগুপ্ত।
২২/৫: রাধে।সলমন, দিশা।
১৯/৬: মুম্বই সাগা। জন, ইমরান, জ্যাকি।
৩১/৭: শামসেরা। সঞ্জয় দত্ত, রণবীর।
১৫/৮: ভুজ দি প্রাইড অফ ইন্ডিয়া। অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষী।
২৮/৮: জার্সি। শাহিদ, ম্রুণাল, পঙ্কজ কাপুর।
২/১০: সর্দার উধম সিং। ভিকি কৌশল।
২/১০: তুফান। ফারহান, পরেশ রাওয়াল।
২৫/১২: লাল সিং চাড্ডা। আমির খান, করিনা।
Date not fixed: ব্রহ্মাস্ত্র। রণবীর, আলিয়া, অমিতাভ বচ্চন, নাগার্জুন।
Date not fixed: সাইনা। পরিণীতি, মানব।

এর বাইরেও কিছু ছবি আসছে। কিছু দিন বদল হতেও পারে।
তবে তালিকায় এখনও পর্যন্ত কিছু নাম নেই। শাহরুখ খান, অনুষ্কা শর্মা। দেখা যাচ্ছে না রেখা, সানি দেওলকেও।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...