ধর্মঘটের সমর্থনে আজ কেন্দ্রীয় মিছিল বামেদের

সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ কলকাতায় শ্রমিক-কর্মচারী সংগঠন সহ ১৭ বাম দলের মিছিল।
শ্রমিকদের অধিকার রক্ষা ও কাজের দাবিকে সামনে রেখে আট জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে বাম শ্রমিক-কর্মচারী সংগঠনগুলি। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরোধিতা হলেও এরাজ্যে শ্রমিক-বিরোধী নীতি ও কর্মসংস্থানের বেহাল দশা তুলে ধরছেন ধর্মঘটের সমর্থকরা। রাজ্য তথা দেশে ভয়াবহ বেকারি, শ্রমিক ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা, দাবিদাওয়া নিয়ে কর্মচারীদের প্রতিবাদ রুখতে দমনপীড়ন সহ নানা ইস্যুতে এরাজ্যে প্রচার চালাচ্ছে বামেরা। শ্রমিক ও কৃষকদের সংকটের চিত্র তুলে ধরার পাশাপাশি নাগরিকত্ব আইন বাতিলের ইস্যুকেও ধর্মঘটের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রচারে উঠে আসছে এনআরসি ও এনপিআরের বিরোধিতাও। ধর্মঘটের সমর্থনে আজ কলকাতার ধর্মতলা থেকে হবে কেন্দ্রীয় মিছিল। বিকেল পাঁচটায় ধর্মতলার লেনিন মূর্তির সামনে জমায়েত। মিছিল যাবে শিয়ালদা স্টেশন পর্যন্ত। মিছিলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রতিনিধিরা অংশ নেবেন। যোগ দেবে ব্যাঙ্ক, বিমা, প্রতিরক্ষা, রেল, বিএসএনএল কর্মচারী সংগঠনগুলি। থাকবেন ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেতমজুর, বস্তি ইউনিটের বাম সদস্যরা।

এদিকে আজ দুপুরে নেতাজি সুভাষ ডকের গেটের সামনে ধর্মঘটের সমর্থনে বন্দরের শ্রমিক-কর্মচারীদের সমাবেশ। বক্তা: মহম্মদ সেলিম, শ্যামল চক্রবর্তী, প্রবীর সরকার, কল্লোল মজুমদার, প্রতীম ঘোষ প্রমুখ

Previous articleদেশের ৫০টি ছাত্র সংগঠনের CAA- বিরোধী ‘‌ইয়ং ইন্ডিয়া মঞ্চ’
Next article২০২০: বলিউডে কী কী সিনেমা আসছে, তালিকা দেখুন