৮ জানুয়ারি বনধের সমর্থনে বামেদের মশাল মিছিল, মোদি-শাহের কুশপুত্তলিকা দাহ

গণতন্ত্র বিরোধী NRC-CAA এবং কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ৮ জানুয়ারি ভারত বনধের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বুকে এক বিশাল মিছিল বের করলো বাম শ্রমিক সংগঠন, ফেডারেশন এবং গণসংগঠনগুলো।

এদিন ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে থেকে এই মিছিল লেনিন সরণি হয়ে শিয়ালদাতে আসে শেষ হয়। এরপর সেখানে বক্তৃতা রাখেন শ্রমিক নেতা অনাদি সাহু। তিনি বলেন, “দেশের মানুষ খেতে পারছে না। একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রেল ভাড়া বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বে তৈরি জনবিরোধী সরকার সেদিকে নজর না দিয়ে NRC-CAA নামে দেশ বিভাজন করতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। একইসঙ্গে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি ৮ জানুয়ারি ভারত বনধ করার জন্য।”

এদিন শিয়ালদায় মশাল মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিলে আসা লোকজন আগুন দেওয়ার আগে মোদি-শাহের সেই কুশপুত্তলিকায় চড়-ঘুষি-লাথি মারে।

Previous articleখড়গ্রামে গুলিবিদ্ধ ছাত্র, পুরনো শত্রুতা?
Next articleঅনুতাপ নেই দত্তপুকুর গণধর্ষণ কাণ্ডে ধৃত তিন অভিযুক্তের