অনুতাপ নেই দত্তপুকুর গণধর্ষণ কাণ্ডে ধৃত তিন অভিযুক্তের

উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর গণধর্ষণ কাণ্ডে ধৃত তিনজন অভিযুক্তকে বৃহস্পতিবার তোলা হয় বারাসাত আদালতে। ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েও অভিযুক্তদের মধ্যে অবশ্য কোনও অনুতাপ ছিল না। ধর্ষণে অভিযুক্ত রতন দাস ওরফে তোতা, মৃনাল বিশ্বাস ও সৌগত সরকার পুলিশের গাড়ি থেকে কোর্ট লক আপে যাওয়ার পথে উদ্ধতভাবে জানিয়ে যায়, সংবাদমাধ্যমকে তারা কোনও কথা বলবে না।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর বর্ষবরনের রাতে দত্তপুকুর থানার বামনগাছির কুলবেড়িয়াতে এক মধ্যবয়সী মহিলাকে ধর্ষণের মতো পাশবিক অত্যাচার করা। এরপর স্থানীয় জনতা এই তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত এই তিনজনের তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত কোর্টে।

Previous article৮ জানুয়ারি বনধের সমর্থনে বামেদের মশাল মিছিল, মোদি-শাহের কুশপুত্তলিকা দাহ
Next articleরাত পোহালেই উত্তরবঙ্গে NRC-CAA বিরোধী ঐতিহাসিক পদযাত্রা মমতার