JDU-কে মন্ত্রিত্ব ‘ঘুষ’ দিয়ে জোটে থাকতে চাইছে বিজেপি

একের পর এক রাজ্য হারিয়ে এমনিতেই দিশাহারা বিজেপি৷ ওদিকে বিহারের ভোট এ বছরই৷ হিন্দি-বলয়ে বিজেপির যে অবক্ষয় শুরু হয়েছে, তা বোঝা গিয়েছে ঝাড়খণ্ডের নির্বাচনে৷ এরপর বিহারের চিত্রও অন্যরকম হয়ে উঠলে, বিজেপির অস্তিত্বই সংকটাপন্ন হবে৷

বিহারের এখনকার ছবিটা বিজেপি’র পক্ষে স্বস্তিদায়ক নয়৷ নাগরিকত্ব আইনের পক্ষে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের JDU ভোট দিলেও ওই দলের সর্বভারতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোর দফায় দফায় ট্যুইট করে CAA নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন ৷ আগামী নির্বাচনে বিহারের শাসক JDU, জোট শরিক BJP-র সঙ্গে আসন সমঝোতা নিয়ে সহ-সভাপতি প্রশান্ত কিশোর যে তত্ত্ব ছেড়েছেন, তাতে বিজেপির কপালের ভাঁজ বেড়েছে৷ প্রশান্ত কিশোর আসন বাটোয়ারার যে ফরমূলা দিচ্ছেন, তা নীতীশ কুমারের অজানা তো নয়ই, বরং বিজেপির ধারনা, নীতীশ কুমারের দাবিই তুলে ধরছেন পিকে৷
এই পরিস্থিতিতে JDU যদি দুম করে বিজেপি’র সঙ্গ ত্যাগ করে একা লড়ে অথবা অন্য কোনও দলের সঙ্গে আসন সমঝোতা করে, তাহলে বিহারে পদ্মফুলের চাষ-ই হবে কি’না সন্দেহ ৷ আর তার প্রভাব পড়বে দেশের বাকি বিজেপি-শাসিত রাজ্যে৷

পরিস্থিতি যে বেগতিক,তা আঁচ করতে পেরেছেন মোদি এবং শাহ৷ JDU-কে তাই যেভাবেই হোক ধরে রাখতে চায় বিজেপি৷ আর এই ‘ধরে রাখতে’ গিয়ে নীতীশের দলের সামনে কার্যত মাথা ঝুঁকিয়ে দিতেও মোদির দল রাজি৷ শরিক দলের সঙ্গে সখ্য বজায় রাখতে বা JDU-কে তুষ্ট রাখতে বিজেপি এখন প্রয়েজনে ধাপার মাঠে মর্ণিং-ওয়াকেও তৈরি৷

জাতীয় বিজেপি সূত্রের খবর, 2020 সালের ভোটের অনেক আগেই JDU-কে “দোস্তির বার্তা” দিতে এবার মোদি মন্ত্রিসভায় আসতে পারে JDU-র প্রতিনিধি৷ সহজ কথায়, ঘুষ দিয়ে বন্ধুত্ব বাঁচাতে নামছে বিজেপি৷ জানা গিয়েছে, JDU- সাংসদ রাজীব রঞ্জন এবং প্রাক্তন IAS রামচন্দ্র প্রসাদ সিং-কে নরেন্দ্র মোদি তাঁর ক্যাবিনেটে আনতে চলেছেন৷ বিহার বিধানসভা নির্বাচনের আগে JDU-র সঙ্গে যাতে ‘শত্রু’র সম্পর্ক তৈরি না হয় এবং এই হিন্দিভাষী রাজ্যে ক্ষমতার করিডোরেই যাতে বিজেপি থাকতে পারে, সে কারনেই উপঢৌকনের ডালি সাজিয়েছেন মোদি-শাহ৷
একইসঙ্গে এই টোপে JDU-র সহ-সভাপতি প্রশান্ত কিশোরকেও ‘শায়েস্তা’ করতে পারা যাবে বলেই বিজেপি হাই-কম্যাণ্ড মনে করছে৷

এখন দেখার JDU- সুপ্রিমো নীতীশ কুমার এবং দলের সেকেণ্ড- ইন-কম্যাণ্ড প্রশান্ত কিশোরের পাল্টা ‘দুসরা’-য় বিজেপির আম এবং ছালা, দুটোই হাতছাড়া হয় কি’না!

Previous articleরাজস্থানে এক মাসে 100 শিশুর মৃত্যু, প্রিয়াঙ্কা সেখানে যাচ্ছেন না কেন? খোঁচা মায়াবতীর
Next articleশহরে ফের রবিনসন স্ট্রিটের ছায়া! এবার কোথায় জানেন?