নতুন বছরে ট্রাইয়ের উপহার: কমছে টিভি দেখার খরচ

নতুন বছরে ট্রাইয়ের উপহার। খরচ কমছে কেবল টিভি থেকে ডিটিএইচ পরিষেবার। নতুন নির্দেশিকায় ১ মার্চ থেকে দেশ জুড়ে টিভি দেখার খরচ কমতে চলেছে। পয়লা জানুয়ারি, গ্রাহকদের এই স্বস্তির খবর জানিয়েছে ট্রাই।
এখন আলাদা আলাদা ভাবে পে চ্যানেল নিতে গেলে যে খরচ হয়, আর প্যাকেজে চ্যানেলগুলি দেখতে যে চার্জ দিতে হয়, তার মধ্যে তফাৎ রয়েছে। ওই পার্থক্য কমানোর জন্যই ওই নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, প্রথম ২০০টি চ্যানেলের জন্য কেবল অপারেটর, এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি গ্রাহকদের কাছ থেকে কর বাদে সর্বোচ্চ ১৩০ টাকা এনসিএফ নিতে পারবে। বর্তমানে মাসে ১৩০ টাকা এনসিএফ দিয়ে প্রথম ১০০টি এসডি চ্যানেল দেখতে পান গ্রাহকরা। সেই সংখ্যাটিই বাড়িয়ে ২০০ করা হচ্ছে। দূরদর্শনের চ্যানেলগুলির জন্য কোনও এনসিএফ দিতে হবে না।
ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী, ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ব্রডকাস্টার এবং এমএসও অথবা ডিটিএইচ সংস্থাগুলিকে প্রতিটি চ্যানেল আলাদা ভাবে দেখার খরচ এবং চ্যানেল প্যাকের দাম ওয়েবসাইটে ঘোষণা করতে হবে।

আরও পড়ুন-১০ জানুয়ারি কলকাতায় মোদি, পাল্টা বিক্ষোভ?

Previous articleলক্ষ্য পুরভোট: তৃণমূল, বিজেপি দুই দলই কাল বৈঠকে
Next articleপূর্বাভাস মতোই শুরু বৃষ্টি, মেঘ কাটলেই ফের জাঁকিয়ে ঠান্ডা