সাইরাসের পুনর্বহালকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স

টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে সাইরাস মিস্ত্রির পুনর্নিয়োগকে ঠেকাতে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ টাটারা। কোম্পানি ল ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে টাটা সন্স। সাইরাসের পুনর্বহালের উপর স্থগিতাদেশ চেয়ে ট্রাইবুনালের নির্দেশ খারিজের দাবিতে মামলা করেছে টাটা গ্রুপ। প্রসঙ্গত, সাপুরজি পালানজি গোষ্ঠীর কর্ণধারের পুত্র সাইরাস মিস্ত্রিকে আচমকা টাটা সন্সের শীর্ষ পদ থেকে অপসারিত করেন রতন টাটা। তাকে চ্যালেঞ্জ করে কোম্পানি ল ট্রাইবুনালে যান সাইরাস। তিন বছর বাদে সম্প্রতি অপসারণের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও একতরফা জানিয়ে সাইরাসকে টাটা সন্সের পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইবুনাল।

আরও পড়ুন-সরকারি অনুষ্ঠানে রাজ্যে আসছেন মোদি

 

Previous articleধর্মঘট ব্যর্থ করে জমজমাট নবান্ন
Next articleজনসংখ্যায় রেকর্ড! বছরের প্রথম দিনই শিশুর জন্মে বিশ্বে প্রথম ভারত, দ্বিতীয় চিন