পুরভোটের জন্য অভিষেক পিকের দাওয়াই

কলকাতা পুরভোটের প্রস্তুতিতে পুরপিতা ও ব্লক সভাপতিসহ দলীয় নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পি কে বলেছেন:
1) দলে লবি করে টিকিট পাওয়া যাবে না।

2) কাজ এবং ভাবমূর্তি শেষ কথা। তোলাবাজি বা কনট্র্যাক্টরির অভিযোগ থাকলে বাদ।

3) ভোটের দিন এলাকাভিত্তিক গাজোয়ারি ভোট করা চলবে না। এতে দলের সার্বিক ক্ষতি।

4) সরকারি কাজ, পুরসভার কাজ এবং দলের কাজ পালন করতে হবে।

5) “দিদিকে বলো” ও অন্যান্য সূচির প্রতিটি ধাপে কোনোরকম ফাঁকি দেওয়া যাবে না।

6) এলাকার মানুষ ও দলের কর্মীদের সঙ্গে সবিনয়ে মিশতে হবে। তাদের কথা শুনতে হবে।

7) দল এবং নেত্রী সবার উপরে। এই মূল বার্তা সামনে রেখে কাজ করতে হবে।

Previous articleসোনার দাম কেন লাফিয়ে বাড়ল জানেন?
Next articleতেলের দাম দাঁড়াবে কোথায়? কপাল পুড়ছে আমজনতার