সোনার দাম কেন লাফিয়ে বাড়ল জানেন?

ইরানের ধাক্কা? মার্কিন ড্রোন হানায় ইরানের সেনা কর্তার মৃত্যুর পরেই সোনার বাজারে বিশাল পরিবর্তন।

এক লাফে সোনার দাম বেড়ে দাঁড়ালো ৪০,৫১০টাকায়। আগের দিনের চাইতে বাড়লো ৮৪৫ টাকা। কিন্তু জিএসটি যোগ করে ২৪ ক্যারেট পাকা সোনার ১০গ্রামের দাম গিয়ে দাঁড়াবে ৪১হাজার টাকার বেশি। সোনা ব্যবসায়ীদের মতে, এর সঙ্গে বাজারের কোনও সম্পর্ক নেই। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই সোনার দাম কমে যাবে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমালেই সোনায় লগ্নি দ্রুত বাড়বে বলেও শেয়ার ব্যবসায়ীদের বক্তব্য। গত বছরের সেপ্টেম্বরে ২৪ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৩৯,৮১০ টাকা। সেটাই ছিল সর্বোচ্চ। এবার সেই দামকেও ছাপিয়ে গেল। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ঊর্ধ্বমুখী দামের আর একটি কারণ রয়েছে, তা হলো আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি। কারণ, সোনা আমদানি হয় ডলার মারফত।

Previous articleউপমহাদেশে অশনি সংকেত, আমেরিকা, ইরান দুপক্ষকেই সংযত থাকার আর্জি ভারতের
Next articleপুরভোটের জন্য অভিষেক পিকের দাওয়াই