উপমহাদেশে অশনি সংকেত, আমেরিকা, ইরান দুপক্ষকেই সংযত থাকার আর্জি ভারতের

মার্কিন সেনার এয়ারস্ট্রাইকে বাগদাদ সফররত ইরানের শীর্ষস্থানীয় নেতা ও সেনাপ্রধান কাসেম সুলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে এখন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কাসেম হত্যার বদলা ভয়ংকরভাবে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেয়নি। অন্যদিকে ইরানকে ছাড়া হবে না বলে হুংকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনার আবহে এবার আমেরিকা ও ইরান দুই পক্ষকেই সংযত থাকার আর্জি জানিয়েছে ভারত।

ভারতের বিদেশ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে গোটা বিশ্ব উদ্বিগ্ন। উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেজন্য দুই দেশের কাছেই আবেদন জানাচ্ছে ভারত। দুপক্ষেরই উচিত সংযত থাকা ও শান্তির পক্ষে পদক্ষেপ নেওয়া।

 

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleসোনার দাম কেন লাফিয়ে বাড়ল জানেন?