এখনও বাংলায় দুই-তৃতীয়াংশ ভোটের আশা করছেন শাহ!

বাংলার বিধানসভা ভোটকেই পাখির চোখ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার জন্য সম্ভাব্য সবরকম রাজনৈতিক কৌশল রচনার পক্ষপাতী তিনি। সিএএ-এনআরসি ইস্যুতে রাজনৈতিক প্রতিবাদে বাংলার রাজনীতি উত্তাল হলেও নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারকেই আগ্রাসী কায়দায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চান তিনি। এই কাজে বিজেপির অস্ত্র মতুয়া, রাজবংশী, নমঃশুদ্র সহ গরিব দলিত উদ্বাস্তু বাঙালির আবেগ। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা তুলে ধরে মেরুকরণের সূক্ষ্ম রাজনীতি। নতুন নাগরিকত্ব আইনে কোনও মানুষের নাগরিকত্ব চলে যাবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে, এই বিষয়টি বোঝাতে লিফলেট বিলি ও সংগঠিত প্রচার শুরু করছে বিজেপি। আগামীকাল থেকে নাগরিকত্ব ইস্যুতে দেশজুড়ে মেগা প্রচার শুরু করছে কেন্দ্রের শাসক দল। দেশের তিন কোটি পরিবারের কাছে নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহরা।

আরও পড়ুন-বিজয়ন প্রেমপত্র নয়, CAA বিরোধী প্রস্তাব পাশের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন: সেলিম

Previous articleমোদি বাংলায় এলেই দেখানো হবে কালো পতাকা, এটাই এখন দেশের ট্রেন্ড: সেলিম
Next articleইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের