বৃষ্টিতে ভেস্তে গেল টিম ইন্ডিয়ার বছরের প্রথম টি-২০

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আউটফিল্ড পারফেক্ট থাকলেও পিচের কিছু অংশে ভিজেভাব থাকার কারণে বাতিল হয়ে গেল ২০২০ র ভারতের প্রথম টি-২০ ম্যাচ।

রবিবাসরীয় ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু টস-এর পরেই নামে বৃষ্টি। বেশ কিছুক্ষণ বৃষ্টি হল। বৃষ্টি থামার পর সমস্যা হয়ে উঠল বাইশ গজের কিছু জায়গা। সেখানে কভারের ফাঁক দিয়ে জল ঢুকে গিয়েছে। নানা ভাবে তা শুকানোর চেষ্টা চলল। কিন্তু শেষরক্ষা হল না। ক্রিকেটারদের চোট লাগতে পারে, এই আশঙ্কা থেকেই গেল। বছরের শুরুতে ভারতের প্রথম ম্যাচই তাই হল না।

বৃষ্টি থামার পর অনেক সময় পেয়েও পিচের কিছু জায়গা কোনও ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে উপযুক্ত করা গেল না। আর এ খানেই উঠছে প্রশ্ন। বাইশ গজ, বোলারের রান আপ তো ঢাকা দেওয়া ছিল। তবে কী করে তা ভিজে গেল? তবে কি কভারের কোথাও ছিদ্র ছিল? তবে কি কভার তোলার সময় অসাবধানতাবশত পিচে জল ঢুকে গিয়েছে? যাই হোক না কেন, বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য।

Previous articleজেএনইউ-তে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ অভিষেকের
Next articleJNU কাণ্ড: অমিত শাহের মদতেই পরিকল্পিত আক্রমণ, দাবি সেলিমের