মমতা আতঙ্কে ভুগছেন মোদি-শাহ! কেন বললেন দীনেশ

তৃণমূলের প্রতিনিধিদলকে জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দিল না দিল্লি পুলিশ। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরেই ধরণায় বসে পড়লেন প্রতিনিধি দলের চার সদস্য দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইয়া, বিবেক গুপ্ত ও সাজদা আহমেদ। দীনেশ বলেন, সকলে ঢুকছেন, অথচ নিরাপত্তার কারণ দেখিয়ে আমাদের ঢুকতে দেওয়া হল না। আসলে কেন্দ্র সরকার মমতা আতঙ্কে ভুগছে। আমরা যদি মুখ বেঁধে আসতাম তাহলে ওরা নিশ্চিত ঢুকতে দিত। মোদি-শাহর গণতন্ত্র যে আসলে কী, তা আজ মানুষ দেখছেন। এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে ছিল পুলিশের ভিড়। ছিল মিডিয়ার ভিড়। আর প্রতিবাদীরা এসে যেমন গতকালের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তেমনি জোটবদ্ধ হয়ে এনআরসি-সিএএ বিরোধিতার সুর পৌঁছে দিয়েছেন গানে গানে।

আরও পড়ুন-জেএনইউ কাণ্ড: পাল্টা আঘাত ফিরিয়ে দিতে রাজপথে প্রেসিডেন্সি!

Previous articleজেএনইউ কাণ্ড: পাল্টা আঘাত ফিরিয়ে দিতে রাজপথে প্রেসিডেন্সি!
Next articleসুলেইমানির কফিনের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন ইরানের সর্বাধিনায়ক