আংটি বদলের পর ফের একসঙ্গে হার্দিক-নাতাশা, রইল তাঁদের কিছু ভাইরাল ছবি

বিদেশে গিয়ে রাশিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হার্দিক পান্ডিয়া। ১ জানুয়ারি নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে আংটি বদলের ছবি সামনে আসে৷ ফের তাঁদের একসঙ্গে দেখা গেল সোমবার মুম্বইয়ের ব্যান্দ্রায়। নাতাশার সঙ্গে তাঁর বাবা-মাকেও দেখা যায়। হার্দিক এবং নাতাশার সেই ছবি প্রাকশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে হার্দিক-নাতাশ কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তা আপাতত কিছুই জানা যায়নি।

দেখে নিন তাঁদের কিছু ছবি…