বিস্ফোরণস্থলে গভীর গর্ত, এলাকা জুড়ে আতঙ্ক

বিস্ফোরণের পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, আতঙ্ক কাটেনি নৈহাটি ও চুঁচুড়ায়। বৃহস্পতিবার, বিকেলে নৈহাটির গামঘাটের ছাইঘাটে বাজেয়াপ্ত করা বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গঙ্গার দুই পাড়। শুক্রবার, সকালে বিস্ফোরণস্থলে গভীর গর্ত দেখা গিয়েছে। জায়গায় জুড়ে ছড়িয়ে আছে রুপোলি গুঁড়ো। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার, বিস্ফোরণস্থলের কাছাকাছি বেশিরভাগ বাড়ির ক্ষতি হয়েছে। ছাদ ভেঙেছে, গুঁড়িয়ে গিয়েছে জানলার কাচ। স্থানীয় প্রশাসনের তরফে প্লাস্টিক দেওয়া হলেও, তাতে আটকানো যায়নি গঙ্গা থেকে আসা পৌষমাসের ঠাণ্ডা হাওয়া। ইতিমধ্যেই নৈহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় চিন্তিত গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল।

Previous articleক্ষতি দেখতে গিয়ে ক্ষোভের মুখে প্রতিনিধিদল
Next articleদিল্লিতে আপ নিশ্চিন্ত, প্রবল চাপে অমিত শাহ