‘উলফ মুন’ ঢাকা পড়বে আজ, কালও

সূর্যগ্রহণ, রিং অফ ফায়ার, এই সেদিনও দেশ জুড়ে মানুষ দেখলেন। স্মৃতি এখনও তাজা। এবার নতুন দশকের শুরুতে চন্দ্রগ্রহণ। আজ আর কাল, দুদিন ধরে দেখা যাবে চন্দ্রগ্রহণ। দেখা যাবে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে।কলকাতা সহ রাজ্য থেকে দেখা যাবে রাত ১০.৩৭ থেকে ২.৪২ পর্যন্ত।

পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই চন্দ্রগ্রহণের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পৃথিবী, চাঁদ ও সূর্য সরলরেখায় না থাকলে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢাকতে পারে না। এই ধরণের গ্রহণকে বলা হয় পেনুব্রাল চন্দ্রগ্রহণ। এদিন এমনটাই হবে। ফলে চাঁদের উজ্জ্বলতা অনেকটাই দু’দিন কম থাকবে। তবে চশমা ছাড়াই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এখানেই শেষ নয়, ফের চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫জুন, ৪জুলাই, ২৯নভেম্বর। এরমধ্যে ৫জুনের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে।

Previous articleশহরে আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করবেন মেয়র
Next article‘ছপাক’ ধাক্কা দীপিকার