১৩ দিন ধরে নিখোঁজ চিকিৎসক। দিল্লি থেকে দুরন্ত এক্সপ্রেসে ওঠার পর থেকে বাড়ির লোকের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। পাওয়া যাচ্ছে না কোনও খোঁজ। বাগদার হেলেঞ্চার বাসিন্দা অসীম সরকার গত আট বছর ধরে হরিয়ানায় শল্য চিকিৎসক হিসেবে করছেন। গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে তিনি দুরন্ত এক্সপ্রেসে ওঠেন। ওই দিন বিকিলে চিকিৎসক ফোন করে বাড়িতে জানান, ট্রেন লেট থাকার কথা।

পরিবারের দাবি, এরপর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ। কোনওভাবে আর যোগাযোগ করতে পারেননি। গত ৬ জানুয়ারি চিকিৎসকের ছেলে নিউ দিল্লি জিআরপিতে ডায়েরি করেনি। তারপর ১৩ দিন কেটে গেলেও চিকিৎসকের খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার।

আরও পড়ুন-কলকাতা বন্দরের নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী
