Saturday, November 22, 2025

দেশের সংবিধান কি এমন কোনও বই, যা দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা অপব্যবহারের সুযোগ দেয়! দেশের সংবিধান কি কিছু নাগরিককে অন্য নাগরিকদের অবমাননা করার অধিকার দেয়? ভারতীয় সংবিধান কি শুধু কালি দিয়ে লেখা কিছু শব্দ? নাকি বহু শহিদের রক্তে লেখা ধর্ম-বর্ণ-আঞ্চলিকতা-ভাষার ঊর্ধ্বে ওঠার নিশানা একটি বই!!

শাসক দলের দিকে তাক করে জনগণের উদ্দেশে লেখা চিঠি। লিখেছেন শর্মিলা ঠাকুর, প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর ও প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক সহ আট বিশিষ্টজন। খোলা চিঠি দেশের জনগণের কাছে।

চিঠির শীর্ষক ” সেভেন্টি ইয়ার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আ ডিফাইনিং মোমেন্ট।” বিশিষ্টজনেরা লিখেছেন, সংবিধানের ৭০পূর্তি অবশ্যই আমরা উদযাপন করব, তার পাশাপাশি এতদিন ধরে যে ভুলভ্রান্তি হয়েছে, সেটাও শুধরে নেব। দেশের মানুষের কাছে তাঁদের অনুরোধ, সাফল্যের পাশাপাশি সংবিধানের মূল ভাবনা বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার বিষয়টি খতিয়ে দেখা। আম্বেদকর এবং আমাদের পূর্বপুরুষ সংবিধানে যা লিখে গিয়েছেন তা যেন পূরণ হয়। দেশজুড়ে সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে আন্দোলন অব্যাহত। চিঠির লক্ষ্য যে সেদিকেই, তা বলার অপেক্ষা রাখে না।

চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, প্রাক্তন বিচারপতির জে চেলামেশ্বর, প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল হরচরণ সিং পানাগ, চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন, কর্ণাটকের বাদ্য শিল্পী টিএম কৃষ্ণ, ইউজিসি ও আইসিএসএসআর-এর প্রাক্তন চেয়ারম্যান সুখদেও থোরাট, পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য সাঈদা হামিদ ও শর্মিলা ঠাকুর।

Related articles

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...

রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini...

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের...
Exit mobile version