এপ্রিলেই হতে পারে বিধাননগর- আসানসোলের পুরভোটও, জল্পনা

বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবর মাসে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দুই কর্পোরেশনের ভোট এগিয়ে আসতে পারে৷ এপ্রিলে কলকাতা পুরসভার সঙ্গেই হতে পারে বিধাননগর ও আসানসোলের পুরভোটও। আগামী 17 জানুয়ারি ভোট হওয়ার কথা, এমন প্রায় সব ক’টি পুরসভার আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা, বিজ্ঞপ্তি’র আকারে প্রকাশ করা হবে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, যে সব পুরসভা ও কর্পোরেশনের সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা 17 জানুয়ারি প্রকাশ করা হচ্ছে, তার মধ্যে বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনও আছে৷ এ কারনেই ধারনা করা হচ্ছে ওই দুই কর্পোরেশনের ভোটও অক্টোবর থেকে এপ্রিল মাসে এগিয়ে আসতে পারে৷ কমিশনের এক পদস্থ অফিসার জানিয়েছেন, “বিধাননগর এবং আসানসোল কর্পোরেশন ওয়ার্ড সংরক্ষণ নিয়ে যখন খসড়া তালিকা তৈরি হচ্ছে, তখন ওখানেও ভোট হওয়ার ইঙ্গিত বা সম্ভাবনা তো থাকছেই। কমিশনও ওখানে ভোট করতে তৈরি হচ্ছে৷”

Previous articleলজ্জার হার ভারতের, ১০ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া
Next articleবাংলায় এসে সৌরভের প্রশংসায় পঞ্চমুখ ইরফান