‘জতুগৃহ’ রাজধানীতে ফের অগ্নিকাণ্ড

একের পরে এক অগ্নিকাণ্ডে রাজধানী যেন ‘জতুগৃহ’। জুতো, ব্যাগ তৈরির কারখানা, কাপড়ের গুদামের পরে ফের মঙ্গলবার ভোরে ভস্মীভূত উত্তর-পশ্চিম দিল্লির একটি জুতো তৈরির কারখানা। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার, ভোরে জুতো কারখানার একটি অংশে আগুন লাগে। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘন ধোঁয়ায় কারখানায় ঢুকতে বেগ পেতে হয় দমকলকে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জুতো তৈরি কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ দমকলের।

Previous articleএনআরএস-এ কুকুরছানা পিটিয়ে মারার ঘটনায় দুই নার্সিং পড়ুয়ার বিরুদ্ধে চার্জ গঠন
Next articleবিতর্ক যতই হোক, দিল্লিও জানে দিলীপের মত লড়াকু সংগঠকের আকাল বঙ্গ-বিজেপিতে